stenter machine shade process.কীবাবে stenter a shade ঠিক করবেন।
stenter machine fabric shade process.
স্ট্যান্টার মেশিনে আমরা সেড অনেক ভাবেই পরিবর্তন করতে পারি যেমন:
(ক) কেমিক্যাল এর মাধ্যমে।
(খ) মেশিন এর মাধ্যমে।
স্ট্যান্টার মেশিনের শেড কয় দিকে নেওয়া যায়।
- Redis.
- Youlis.
- light.
- Deep
- bluish
- white (Dal bride)
- deep colour fabric (Redis-Dharkar)
স্টান্টার মেশিনে সেড পরিবর্তন করার টিপস।
- Redis স্টান্টার মেশিনে সেড রেডিস করতে হলে টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে এবং মেশিন স্পিড কমিয়ে দিতে হবে।
- Youlis স্টান্টার মেশিনে সেড ইউলিস করতে হলে কাপড়ে বেশি করে কালার স্বপ্নার ইউজ করতে হবে।
- light স্টান্টার মেশিনে সেড লাইট করতে হলে প্যাটার পেশার বাড়িয়ে দিতে হবে এবং টেম্পারেচার কমিয়ে দিতে হবে।
- Deep স্টান্টার মেশিনে সেড ডিপ করতে হলে টেম্পারেচার ও প্যাটার পেশার কমিয়ে তারপর ফেব্রিক্স চালাতে হবে।
- bluish স্টান্টার মেশিনে bluish করার জন্য টেম্পারেচার ও প্যাটার প্রেসার কমিয়ে সিলিকন ব্যবহার করতে হবে।
- white (Dal bride)স্টান্টার মেশিনে হোয়াইট কাপড় টেম্পারেচার বাড়িয়ে চালালে ডাল হবে এবং টেম্পারেচার কমিয়ে চালালে ব্রাইট হবে।
- deep colour fabric (Redis-Dharkar) স্টান্টার মেশিনে টেম্পারেচার বাড়িয়ে চালালে সেড রেডিস হবে এবং টেম্পারেচার কমিয়ে চালালে দারকার হবে,তবে এখানে একটি কথা না বললেই নয় তাহলো ডিপ কালারের ভিতর অনেক কাপড় আছে যা এই প্যারামিটারে চালালে সেড অন্যরকম হবে, এটা কালারের উপর ডিফেন্ড করে যে সেড কেমন হবে ,এছাড়াও আরো অনেক রকমের কেমিক্যাল আছে যা ব্যবহার করে আমরা সেড পরিবর্তন করতে পারি,কেমিক্যাল ব্যবহারে অনেক খরচ হয় বলে আমরা সব সময় কেমিক্যাল ব্যবহার করিনা, যখন দেখি কেমিকেল ব্যবহার না করলে হবে না ঠিক তখনই আমরা কেমিক্যাল ব্যবহার করি।
সেড দেখতে হলে মনে রাখতে হবে।
সেড পুরোপুরি ডিপেন্ড করে ফেব্রিক্স এর কালার এর উপর ।
তবে আরেকটি কথা না বললেই নয় তা হল এক এক জনের কাছে সেড ভিন্ন রকম দেখা যেতে পারে,
সেড দেখার যে লাইট আছে ওই লাইট এর মাধ্যমে সেড দেখতে হবে ,
সেট দেখার লাইট সুইচ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন।
স্টেন্ডার মেশিনের সেড কিভাবে পরিবর্তন করতে হয়, সেই সম্পর্কে নিচের এই ভিডিওতে দেওয়া হয়েছে চাইলে ভিডিওটি দেখতে পারেন।
stenter machine shade কীবাবে ঠিক করা যায়, সে সম্পর্কে সাধারণ কিছু ধারনা দেওয়া হল, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। যদি ভিডিওটি ভাল লাগে তাহলে পাশেই থাকবেন। এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।@textiledyeingandfinishingvlog
মোহাম্মদ বেলাল হোসেন
textile dyeing and finishing vlog
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই