Header Ads

Compektor Machine Fabric Shade Process//কম্পেক্টর মেশিনে কিভাবে সেড কন্ট্রোল করা যায়।

 কম্পেক্টর মেশিনে কিভাবে সেড কন্ট্রোল করা যায়।


কম্পেক্টর মেশিনে মূলত সেড তিনদিকে নেওয়া যায়।

  1. Redis. 
  2. Youlis
  3. light.
কম্পেক্টর মেশিনে সেড হালকা পরিবর্তন করার টিপস ।
  1. Redis কম্পেক্টর মেশিনে টেম্পারেচার বাড়িয়ে সেড লাইট করা যায়,তবে অবশ্যই মনে রাখতে হবে ইসটিম কমিয়ে দিতে হবে এবং ব্ল্যাঙ্কেট প্রেসার কমিয়ে দিতে হবে।
  2. Youlis কম্পেক্টর মেশিনে সেড ইউলিস করা যায় তবে অবশ্যই মনে রাখতে হবে টেম্পারেচার ও ব্ল্যাঙ্কেট প্রেসার কমিয়ে দিতে হবে।
  3.  light কম্পেক্টর মেশিনে সেড লাইক করা যায় তবে অবশ্যই স্টিম কমিয়ে টেম্পারেচার কমিয়ে ব্ল্যাঙ্কেট পেশার বাড়িয়ে দিতে হবে এবং টেনশন দিয়ে চালাতে হবে তাহলে সেড লাইট হবে।
সেড দেখতে হলে মনে রাখতে হবে।

সেড পুরোপুরি ডিপেন্ড করে ফেব্রিক্স এর কালার এর উপর ।
তবে আরেকটি কথা না বললেই নয় তা হল এক এক জনের কাছে সেড ভিন্ন রকম দেখা যেতে পারে, 
সেড দেখার যে লাইট আছে ওই লাইট এর মাধ্যমে সেড দেখতে হবে ,

সেড দেখার লাইট সুইচ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন।

কম্পেক্টর মেশিনে কিভাবে সেড পরিবর্তন করবেন এই সম্পর্কে নিচের এই ভিডিওতে দেওয়া হয়েছে।

 

compektor machine fabric shade process//কম্পেক্টর মেশিনে কিভাবে সেড কন্ট্রোল করা যায়।
সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আছে আশাকরি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন।

কম্পেক্টর মেশিনে আমরা সব থেকে বেশি ফেব্রিক এর সেড লাইট ও ইউলিস করে থাকি,
সেড রেডিস করা প্রয়োজন খুব কম হয়ে থাকে ।

মোঃ বেলাল হোসেন 
textile Dyeing and finishing vlog

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.