How to Calculate Fabric GSM. ফেব্রিক GSM নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং সমস্যা ও সমাধান ।
ফেব্রিক GSM নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং সমস্যা ও সমাধান।
জিএসএম( GSM) মানে হলো।
গ্রাম /স্কয়ার মিটার । সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।
GSM মাপা কাপড়ের মাপ কতো।
স্কয়ার মিটার দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট বর্গ উভয় = ১১ সেন্টিমিটার হয়।
এই সমস্ত কথা ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখতে পারেন ।
ফেব্রিক GSM নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।
1/GSM টলারেন্স কতো।
GSM টলারেন্স [ +-]৫% এটাই স্টেন্ডার্ড কিন্তু প্রডাকশনে আমরা , কিছু কিছু বায়ারের কাপড় (+-)১০%পর্যন্ত আমরা ডেলিভারি দিয়েে থাকি।
2/Fabfike GSM কতটুকু গুরুত্ব।
ফিজিক্যাল প্রপার্টির মধ্যে Shrinkage এর পর GSM সবচেয়ে বেসি গুরুত্বপূর্ণ।
3/ জিএসএম কিভাবে বাড়ায়।
কাপড় রিলাক্সয়ে রাখলে বা ঠান্ডা করলে GSM বাড়ে।. ওভেন কাপড় এর GSM বাড়াইতে কাপড় কে সানফোরাইজ করে দিতে হয়। ফুল স্টিম দিলে GSM বেশি বাড়ে।
4/ নীট কাপড় এর GSM বায়ার REQUIRED GSM এর চেয়ে বেশি হয়ে গেলে কি হবে।
নীট
কাপড় এর GSM বায়ার REQUIRED GSM এর চেয়ে বেশি হয়ে গেলে এর জন্য বেশি
কাপড় দিতে হয় কারন কাপড় খেপে যায় এর জন্য বডি কম বা শর্ট হয়ে যায়, তাই বাডি
কোয়ানটিটি ফিল আপ এর জন্য বাড়তি কাপড় জরিমানা দতে হয়।
5/ GSM বাড়ানোর ম্যাকানিক্যাল প্রসেস
## ফেব্রিক রোল বাই রোল হাইড্রো এক্সট্রাক্ট করে রিলাক্স ড্রায়ারে ড্রাই করে নিতে হবে,
## কম্পেক্টিং স্টিম দিয়ে এবং ব্লাংকেট প্রেশার বাড়িয়ে দিতে হবে।
6/ GSM কমাতে হবে।
## Dia + করে আন্ডার ফিড ওভার ফিড কমিয়ে চালালে GSM কমে যাবে
## বিনা স্টিমে ব্লাংকেট প্রেশার কমিয়ে কম্পেক্টিং করতে হবে।
7/ GSM কম বেশি হলে যে যে সমস্যা গুলি হতে পারে।
## GSM এর জন্য বায়ার এর সুনির্দিষ্ট এপ্রুভাল এবং রিঞ্জেক্টশন টলারেন্স রেঞ্জ আছে যা Target GSM এর +/- 5% পর্যন্ত চলে ।
## GSM বাড়লে কাপড় এর কম ভলিউমে বা আয়তনে ওয়েট বেড়ে যায়
যার ফলে গার্মেন্টস কাটিংয়ে গেলে ওয়েট অনুযায়ী কাপড় পেলেও বডির পরিমান শর্ট হয়ে যায়।
## কাপড় এর GSM অনুযোয়ী তার জন্য কেয়ার লেবেল তৈরি করা হয় কিন্তু GSM এর ভেরিয়েশন হলে কাপড় এর ওয়াসিং এর ক্যামিকেল এর রেসিও কাজ করবে না যার ফলে সুনির্দিষ্ট GSM অনুযায়ী কাপড় দিতে হবে।
## গার্মেন্টস যদি শিপমেন্ট এর পরিবর্তে এয়ার হয় তবে বেশি GSM এর ফলে প্যাকেট এর ওয়েট বেড়ে যাবে যার ফলে এয়ার কস্ট / চার্জ বেড়ে যাবে আর এই চার্জ কোম্পানিকে বহন করতে হবে।
MD BELAL HOSEN
Textile Dyeing and Finishing Volg
সবাই ভাল থাকবেনু.স্থ থাকবেন ,
আল্লাহ হাফেজ ।
কোন মন্তব্য নেই