Keno Heatset korbo.কোন কোন কাপড় হিট সেট করতে হয়,হিটসেট না করলে কি হবে।
Keno Heatset korbo
হিটসেট না করলে কি হবে।
Heatset Kon Machine Kore
হিটসেট আমরা মূলত দুটি মেশিনে করে থাকি।
- Stenter Machine.
- Dryer Machine.
হিটসেট না করলে কি হবে।
Ly/fabric Heatset না করলে অনেক সমস্যা হয়ে থাকে সব থেকে বড় যে সমস্যা গুলো হয়।
- Fabric এর ডায়া জিএসএম ঠিক হয় না ।
- fabric এর Shrinkage খারাপ হয় ।
- fabric এ অনেক ক্রিসমার্ক হয়ে থাকে ।
- fabric ডাইং করার সময় আনিবেন হওয়ার সম্ভাবনা থাকে ।
- fabric এর কোয়ালিটি অনেক খারাপ হয় ।
- Heatset না করলে পরবর্তীতে ডায় জিএসএম ওকে করার জন্য স্ট্যান্ডার মেশিনের টেম্পারেচার বাড়ি স্পিড কমিয়ে নরমাল Heatset করতে হয় যার কারণে সেট খারাপ হয়ে থাকে।
হিটসেট কেন করব ।
Fabric এর কোয়ালিটি ওকে করার জন্য আমরা হিটসেট করব যেমন:
- Dia.
- Gsm.
- Shrinkage.
- Shade.
- Chris mark remove.
- fabrics finishing ভালো হওয়ার জন্য ইত্যাদি,
কোন কোন কাপড় হিট সেট করতে হয়।
- Ly/s/j
- Ly/Terry
- Ly/Fleece
- Ly/Lacost
- Ly/pk
- Ly/polester
- Ly/viscose
- mesh
- H/j
- Ly/Rib
- Ly/interlock
- s/কিছু কিছু ক্ষেত্রে ক্রিসমাস থাকার কারণে হিটসেট করা হয়ে থাকে।
- Ly. জাতীয় সব কাপড় হিটসেট করা হয়ে থাকে ।
হিটসেট সম্পর্কে নিচের এই ভিডিওতে বিস্তারিত দেওয়া হয়েছে চাইলে ভিডিওটি দেখতে পারেন অনেক উপকৃত হবেন।
kivabe Heatset korthe hoy. কোন কোন কাপড় হিট সেট করতে হয় . মোটকথা হিটসেট সম্পর্কে কোন কিছু অজানা থাকবে না,এই ভিডিওটি দেখলে।
মোহাম্মদ বেলাল হোসেন
textile gyeing and finishing vlog
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
কোন মন্তব্য নেই