Sun Super Stenter Machine Work Bangla
কোন মেশিন পরিচালনা করা সহজ।
বাংলাদেশে যেসব স্ট্যান্টার মেশিন আছে, পরিচালনা করা সব থেকে সহজ হলো সান সুপার মেশিন।এই মেশিনটি খুব অল্প সময়েই চালানো শিখা যায়।
কেউ যদি স্ট্যান্টার মেশিন চালানো শিখতে চায়,তাহলে আমি পরামর্শ দেবো সে যেন সান সুপার মেশিন দিয়ে চালানো শিখে।
সান সুপার মেশিন এর ফাংশন যতটুকু সহজ এর থেকে বেশি সহজ আর কোন স্ট্যান্ডার মেশিনের ফাংশন নেই ।
স্ট্যান্টার মেশিন চালানো শিখার জন্য বেস্ট মেশিন হল সান সুপার।
- সান সুপার মেশিন এর চেম্বার সংখ্যা।
বাংলাদেশে যেসব থেকে বেশি পাওয়া যায় তা হলো ৮ থেকে ১০ চেম্বার এর মেশিন,
তবে চেম্বার সংখ্যা এর থেকে কম বেশিও আছে কিন্তু বাংলাদেশে এভেলেবেল না।
- সান সুপার মেশিন এর উইথ
বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় যে সাইজ এর মেশিন ,তার মধ্যে মিনিমাম হচ্ছে ২৪০০ mm, ম্যাক্সিমাম হচ্ছে 2800 mm তবে এর থেকে কম বেশিও আছে কিন্তু বাংলাদেশে এভেলেবেল না।
- হিট ওঠানোর উৎস।
সান সুপার মেশিন এর ব্রানার দুই রকম।
- গ্যাস ব্রানার
- ওয়েল ব্রানার
- মেশিনটি কোন দেশে তৈরি করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া।
SUN SUPER STENTER MACHIN WORK
- মেশিনটির নাম সান সুপার।
- প্রতিটি চেম্বারে দুইটি করে ব্লোয়ার আছে।
- প্রতিটি চেম্বারে দুটি করে ব্রানার আছে।
- মেশিনে কাপড় ঢোকার দৃশ্য।
- এক চেম্বার থেকে আরেক চেম্বারের দূরত্ব ৩ মিটার।
- মেশিন থেকে কাপড় বের হওয়ার দৃশ্য।
পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
Very night
উত্তরমুছুন