স্টেন্টার মেশিনের বিভিন্ন অংশ ও তাদের কাজ | Stenter Machine ar parts
স্টেন্টার মেশিনের বিভিন্ন অংশ ও তাদের কাজ।
আজ আমি স্টেন্টার মেশিনের বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে আলোচনা করবো। ফেব্রিকস প্রসেসিং অনুযায়ী স্টেন্টার মেশিনের প্রধানত ১১ টি অংশ থাকে।
নিম্নে স্টেন্টার মেশিনের ১১ টি অংশ ও তাদের কাজ পর্যায়ক্রমে দেওয়া হইলো।
১. সেন্টারিং রুলার বা (Web Guide VR)
স্টেন্টারিং রুলার মেশিনের প্রথম এই অংশ থেকেই কাজ শুরু হয়। এর কাজ হচ্ছে ফেব্রিকসের কার্লিং দূর করে ফেব্রিকস সব সময় মেশিনের মাঝ বরাবর রাখা।
২/ হাইড্রো প্যাডার।
এই অংশের প্রধান কাজ হচ্ছে কাপড় থেকে পানি নিষ্কাশন করা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়।
আর এ অংশেই পিক আপ পার্সেন্ট সেট করা হয় এবং প্যাডার প্রেসার কমিয়ে বাড়িয়ে কাপড়ের সেড হালকা লাইট ডিপ করা যায়।
৩/ ওয়েফট স্ট্রেইটেনার বা (mahlo)
এই ডিভাইসটির প্রধান কাজ হচ্ছে কাপড়ের Bowing ও Stripe Control করা। এই ডিভাইস দিয়েই কাপড়ের Spirality Control করা হয়। তবে এই ডিভাইসটি ছাড়াও এ কাজগুলো করা যায় কিন্তু বেশি ভালো হয় না।
৪/অপারেটিং ষ্টেজ।
এখান থেকেই পুরু মেশিন নিয়ন্ত্রণ করা হয়।
কাপড়ের প্যারামিটার অনুযায়ী কন্ট্রোলার মনিটরে প্রোগ্রাম সেটিং করা হয়। Over feed. Under feed এবং pinig মেশিনের এই অংশেই থাকে।
এখান থেকেই পুরু মেশিন নিয়ন্ত্রণ করা হয়।
কাপড়ের প্যারামিটার অনুযায়ী কন্ট্রোলার মনিটরে প্রোগ্রাম সেটিং করা হয়। Over feed. Under feed এবং pinig মেশিনের এই অংশেই থাকে।
মেশিনের এই অংশের কাজ হচ্ছে কাপড়ের গায়ে ষ্টীম দেয়া। কিছু কিছু কাপড় প্যাডার বাইপাস করে শুধু ষ্টীম দিয়ে Stenter finish করতে হয়।বর্তমানে বাংলাদেশে যে মেশিনগুলো আসতেছে এইগুলোতে এই অপশনটি দেখতে পাওয়া যায় না।
৬/ বার্নার এবং ব্লোয়ার।
মেশিনের এই অংশের প্রধান কাজ হচ্ছে ভেজা কাপড় শুকানো। অর্থাৎ পরিচলন প্রক্রিয়ায় বায়ু উত্তপ্ত হয়ে কাপড়ের গায়ে লেগে কাপড় শুকিয়ে ফেলে।
মেশিনের এ অংশকে চেম্বারও বলা হয়। বাংলাদেশে Stenter মেশিন সাধারণত ৮ চেম্বার থেকে ১০ চেম্বারের বেশি দেখতে পাওয়া যায়।
৭/ কুলিং ফ্যান।
কুলিং ফ্যান মূলত গরম কাপড় কে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, অনেক সময় কাপড়ে হিট কেমন খাচ্ছে তা বুঝার জন্য কুলিং ফ্যান ছাড়া হয়,কুলিং ফ্যান এর বাতাসে অতিরিক্ত উপরে যে হালকা গরম থাকে তা দূর হয়ে যায়। তাই খুব সহজে বুঝা যায় হিট কেমন খাচ্ছে।
৮/ ডেলিভারি সেকশন।
মেশিনের এই অংশ দিয়েই কাপড় বের হয়ে যায়।
এখানে Delivery Roller, static elecitricty.plaiting device.outlet select থাকে।
এছাড়াও অপারেটিং স্টেজ থেকে ডেলিভারি সেকশন পর্যন্ত মেশিনের অভ্যন্তরে দুই পাশে কাপড় বহন করার জন্য পিন ও ক্লিপ বিশিষ্ট চেইন আছে।এই চেইন দিয়েই কাপড়ের Width Control করা হয়।
৯/কেমিক্যাল মিক্সার টাংকি।
এখানে ফেব্রিক্সকে বিভিন্ন প্রসেসের করার জন্য কেমিক্যাল মিক্স করে পেটার টাংকিতে ব্যবহার করা হয়,
যেমন সফেনার, সিলিকন, এসিড,ডিটারজেন্ট হাইড্রোপলিপস সপ্নার, এন্টিক্রিজ ইত্যাদি।
১০/একজাস্ট ফ্যান।
একজাস্ট ফ্যান এর প্রধান কাজই হচ্ছে মেশিনের জলীয় বাষ্প,ধোয়া ও অতিরিক্ত হিট বাহিরে বের করে দেওয়া।
১১/প্যানেল বোর্ড ।
পুরো মেশিনে যত ব্লোয়ার মটর আছে সবগুলোর ইনভার্টার এখানে থাকে,পুরো মেশিনের গুরুত্বপূর্ণ পার্টসগুলো এই প্যানেল বোর্ডে থাকে,বলা যায় স্টান্টার মেশিন এর প্যানেল বোর্ড হচ্ছে স্ট্যান্টার মেশিনের আত্মা ।
সুতরাং Stenter মেশিন দিয়ে কাপড় Dry করা সহ কাপড়ের Dia, GSM, shad, shrinkage control, Curing, Hand feel soft curing ও Heat set করা হয়।
মোঃ বেলাল হোসেন
textile dyeing and finishing vlog
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই