fabric shrinkage calculation. শ্রিংকেজ ভালো করার উপায়,খারাপ শ্রিংকেজ কিভাবে ভালো করে।
শ্রিংকেজ কাকে বলে।
আমরা যারা পোশাক সংশ্লিষ্ট সেক্টরে কাজ করি,আমরা প্রায় সবাই এই শব্দটির নাম শুনেছি,Shrinkage মানে হচ্ছে সংকোচন বা সম্প্রসারণ।Textile প্রতিষ্ঠানগুলোতে এটি ফেব্রিক্স Shrinkage নামে পরিচিত।
সংকোচন বা সম্প্রসারণ।
ধরুন আমরা একটি গেঞ্জির শ্রিংকেজ দেখব,তার জন্য গেঞ্জিটির ল্যান্থে আমরা মার্ক করলাম 50cm এবং উইতে মার্ক করলাম 50cm
গেঞ্জিটি ওয়াশ করার পর যদি 50cm এর জায়গায় যদি কমে 48cm হয় তাহলে তাকে সংকোচন বলা হয়।
আর গেঞ্জিটি ওয়াশ করার পর যদি 50cm এর জায়গায় 51cm হয় তাহলে তাকে সম্প্রসারণ বলা হয়।
শ্রিংকেজ কোথা থেকে ঠিক করতে হয়।
- Stenter
- compactor
- Sqozar
- tube tex
ইত্যাদি,তবে নিটিং সেকশনের যদি ফেব্রিক্স ঠিকভাবে তৈরি না করা হয়,তাহলে এই মেশিনগুলোতেও শ্রিংকেজ ওকে করা সম্ভব হবে না।
নিটিং করার সময় ফেব্রিক্স এর জন্য নির্দিষ্ট মেশিন সুতার cont. S/L. guage. ব্যবহার করতে হবে,অন্যথায় শ্রিংকেজ ওকে করা সম্ভব হবে না।
খারাপ শ্রিংকেজ কিভাবে ভালো করে।
খারাপ শ্রিংকেজ কিভাবে ভালো করে সেই সম্পর্কে নিচের এই ভিডিওতে বিস্তারিত দেওয়া হয়েছে চাইলে ভিডিওটি দেখতে পারেন অনেক হেল্প হবে।
খারাপ শ্রিংকেজ কিভাবে ভালো করে/fabric shrinkage calculation/শ্রিংকেজ ভালো করার উপায়
এই ভিডিওতে এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে,
আশাকরি ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন।
মোহাম্মদ বেলাল হোসেন
textile dyeing and finishing vlog
সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই