Stenter machine production calculation.স্টেনটার মেশিন উৎপাদন গণনা করার সূত্র।
স্টেনটার মেশিন উৎপাদন গণনা করলে মাথায় রাখতে হবে।
যখন একটি ফেব্রিক্স এর অর্ডার ফিট ৩০% এর নিচে থাকবে,তখন স্টেনটার মেশিন উৎপাদন গণনা একুরেট হিসাব টা পাওয়া যাবে ।
আর যখন ৩০% এর উপরে ওভার ফিট খাবে,তখন হিসাবের পর আমরা যে রিপোর্টটা পাবো যে এত কেজি কাপড় উৎপাদন হবে ,তার থেকে ১০ কেজি ২০ কেজি উৎপাদন বেশি হবে ঘন্টায়।
স্টেনটার মেশিনে উৎপাদন গণনা করার সূত্র কয়টি।
আমরা দুই ভাবে উৎপাদন গণনা করতে পারি,তবে এর রেজাল্ট একই আসে।
সূত্র :
F/Dia×F/Gsn×2. 54×mc speed÷100÷1000=মিনিট উৎপাদন
উদাহরণ:
60×275×2. 54×16÷100÷1000=6Kg
যদি ফেব্রিকের আফটার ডায়া ৬০ এবং আফটার জিএসএম ২৭৫ হয় ও Speed 16 থাকে তাহলে প্রতি মিনিটে ৬ কেজি কাপড় উৎপাদন হবে।
স্টান্টার মেশিন এর সূত্র সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন।
নিচে ইউটিউব চ্যানেল লিংক ও ভিডিও লিংক দিয়েছি।
ভিডিও লিংক।
ইউটিউব চ্যানেল লিংক।
https://youtube.com/@textiledyeingandfinishingvlog
মোঃ বেলাল হোসেন
textile dyeing and finishing vlog
সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই