Heatset Kemon Hoy Bojar Upay.হিটসেট কেমন হচ্ছে বোজার উপায়,হিটসেট প্যারামিটার দিয়েছেন ডাইং হওয়ার পর জিএসএম ঠিক থাকবে কী?
হিটসেট প্যারামিটার দিয়েছেন ডাইং হওয়ার পর জিএসএম ঠিক থাকবে কী?
- হিটসেট কেমন হচ্ছে বোজার উপায়
- হিটসেট প্যারামিটার দিয়েছেন ডাইং হওয়ার পর জিএসএম ঠিক থাকবে কী?
- হিটসেট করার আগে কিভাবে বুঝবেন ডাইং হওয়ার পর জিএসএম থাকবে নাকি।
এই সব বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
আমরা যে হিটসেট করে থাকি,এই হিটসেট করার ভিতরে কাপড়ের ভবিষ্যৎ নির্ভর করে থাকে হিটসেট যদি খারাপ হয় তাহলে কাপড়ের ভবিষ্যৎ খারাপ।এই হিট সেট করার দ্বারায় কাপড়ের ডায়ার জিএসএম shrinkage এবং কাপড়ের কোয়ালিটি ওকে ও নট ওকে হয়ে থাকে।
Heatset করার সময় জদি Gsm বেসি ও Dia সট হয়ে থাকে তাহলে Stenter machine temperature বাড়িয়ে চালাতে হয়। যার ফলে Shrinkage ও Shade খারাপ হয়। আর জদি Gsm Low ও Dia Normal + হয়ে যায় তাহলে সেই Dia Gsm আর ফিরিয়ে আনা সম্বব হবে না।
যে Heatset Parameter দিবে তাকে Heatset সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।উল্টাপাল্টা প্যারামিটার দিলে কাপড় নষ্ট হয়ে যায়।
আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দেব,এই টিপস গুলো অনুসরণ করে চললে আপনারা যে কাপড় গুলো হিটসেট করবেন এবং যে কাপড় গুলোর প্যারামিটার দিবেন সেই কাপড় গুলো একদম পারফেক্ট হবে।
HEATSET কাপড় ডাইং হওয়ার পর DIA GSM থাকবে নাকি থাকবে না ।
ডাইং করার পর DIA GSM থাকবে নাকি থাকবে না এটা আপনারা দুই ভাবে বুঝতে পারবেন।
- ফেব্রিক্স হাতদিয়ে ওয়াশ করে।
- ফেব্রিক্স ল্যাবে ওয়াশ করে।
ওয়াশ করার নিয়ম।
প্রথমে কাপড় হিটসেট করে Dia gsm ওকে করতে হবে।তারপর ওই কাপড় থেকে হাফ মিটারের মতো কাপড় কেটে ওখান থেকে একটি জিএসএম মাপতে হবে,তারপর বাকি কাপড়টুকু ওয়াশ করতে হবে এটা আপনারা হাত দিয়ে ওয়াজ করতে পারেন এবং ল্যাবে ওয়াশ করতে পারেন তবে ল্যাবে ওয়াশ করলে একুরেট রেজাল্ট পাওয়া যায়।ওয়াশ করার পর ওই কাপড়টুকু ভালোভাবে শুকাতে হবে শুকানোর পর ওখান থেকে আরও একটি জিএসএম মাপতে হবে।
যদি দেখেন আফটার ওয়াশ befor was থেকে 10 থেকে 15 GSM বেশি আছে তাহলে বুঝবেন হিটসেট ভালো হচ্ছে।আর যদি দেখেন জিএসএম এর থেকে আরও বেশি হচ্ছে তাহলে বুঝবেন হিটসেট খারাপ হচ্ছে তাহলে মেশিনের স্পিড কমিয়ে চালাতে হবে না হয়তো টেম্পারেচার বাড়িয়ে চালাতে হবে।
আর যদি দেখেন জিএসএম ১০-১৫ এর কম হচ্ছে তাহলে আরো ওভার ফিড বাড়িয়ে জিএসএম বাড়িয়ে রাখতে হবে,আর যদি ওভার ফিট বেশি দেওয়া থাকে তাহলে টেম্পারেচার কমিয়ে চালাতে হবে।
অবশ্যই মাথায় রাখতে হবে হিটসেট চালানোর সময় ওভার ফিট শূন্য থেকে ৬০% এর উপরে দেওয়া যাবে না,এর থেকে ওভার ফিট বেশি দিয়ে যদি জিএসএম আনা হয় তাহলে ডাইং হওয়ার পর ওই কাপড়ের জিএসএম থাকবে না।
হিটসেট কেমন হচ্ছে বোজার উপায়।
নির্দিষ্ট প্যারামিটার দিয়ে হিটসেট করার পর যদি দেখেন ওভার ফিট শূন্য থেকে 50% পর্যন্ত ওভার ফিট খাচ্ছে এবং ওয়াশ করার পর gsm 10 থেকে 15 বেশি হচ্ছে তাহলে বুঝবেন হিটসেট ভালো হচ্ছে।
হিটসেট করার আগে কিভাবে বুঝবেন ডাইং হওয়ার পর জিএসএম থাকবে নাকি।
কাপড় হিটসেট করার পূর্বে কাপড়ের ডায়া জিএসএম চেক করতে হবে।লেকড়া কাপড়ের ক্ষেত্রে যদি দেখেন নরমাল ডায়ার ৪ ইঞ্চির উপরে প্লাস আছে তাহলে ওই কাপড় ডাইং হওয়ার পর যখন স্ট্যান্ডার ও কম্পেটিংয়ে চালানো হবে তখন ডায়া কমানো যাবে না।তবে যদি কটন কাপড় হিটসেট করেন তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা,কটন কাপড় গুলোতে দায়া অনেক প্লাস থাকলেও তা কমানো সম্ভব হয়।
যদি দেখেন রেকর্ড যা লাগবে তাই আছে এবং জিএসএম ১০-৫ বেশি আছে গ্রে অবস্থায় তাহলে ওই ফেব্রিক হিটসেট করার পর জিএসএম থাকবে না।
সব থেকে ভাল হয় যদি রেকর্ড DIA থেকে পাঁচ ছয় INSH ডায়া মাইনাস থাকে এবং জিএসএম ৭০/৮০ রেকর্ড থেকে প্লাস থাকে।
এখানে আমি আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দিয়েছি এইভাবে যদি আপনারা হিট সেট করে থাকেন এবং প্যারামিটার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হিটসেট পারফেক্ট হবে এবং ডাইং হওয়ার পর gsma একুরেট পাবেন ইনশাআল্লাহ।
যদি কোন কারনে আবার রি প্রসেস করতে হয় তাহলে ভিন্ন কথা ,
কারণ রি প্রসেস করার কারণে অনেক প্রসেস লস হয়ে থাকে এবং gsm লো হয়ে যায়।
আমি মোহাম্মদ বেলাল হোসেন
আমার ইউটিউব চ্যানেলে অনেক এই সম্পর্কে ভিডিও আছে চাইলে দেখতে পারেন।
#heatset
#heatsetparameter
#kibabeheatsetkore
📷📸Heatset niye video📷📸
https://www.youtube.com/watch?v=iMm9eH030vk&list=PL2vIT0PKUOi2iWIFd6Ym2oygAkK1q0g9h
📷📸Shrinkage niye video📷📸
https://www.youtube.com/watch?v=soGJdxLCv6g&list=PL2vIT0PKUOi2Wdj2vCe_hCWc9Bh6ARDif
আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ,
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
কোন মন্তব্য নেই