Header Ads

স্টেন্টার মেশিনের জন্য pt 100 কতটুকু গুরুত্বপূর্ণ

Pt100 এর গুরুত্ব। 


স্টেন্টার মেশিনের জন্য pt100 কত যে গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না,ধরা যায় pt100 ছাড়া স্টেন্টার  মেশিন অচল,

pt100 এর উপকারিতা। 

দেখুন মেশিনে যে টেম্পারেচার একুরেটভাবে উঠেছে এর একমাত্র অবদান pt100 এর। 

pt100থাকার কারণে প্রতিটি চেম্বারে সঠিকভাবে টেম্পারেচার ওঠে,যার কারণে যে ফেব্রিক্স গুলো চালানো হয়,ওই ফেব্রিক্স গুলোর সেড এ কোন প্রবলেম হয় না। 
ডায়া জিএসএম এ কোন প্রবলেম হয় না,ওই ফেব্রিক্স এর সিনকেজ ভালো হয়।কাপড়ে আনিবেন হয়না, মোটকথা বলা যায় pt100 স্টেন্টার মেশিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।এই অংশটি বাদ দিয়েস্টেন্টার মেশিন ভাবা যায় না। 

pt100 না থাকলে কি হবে।

এইযে টেম্পারেচার উঠেছে আপনারা দেখতেছেন এই টেম্পারেচার কখনো pt100  ছাড়া এইভাবে একুরেট উঠানো সম্ভব হতো না।ফেব্রিক্স এ শেড নষ্ট হয়ে যেত,কাপড়ে আগুন লেগে যেত,ডায়া জিএসএম ওকে হতো না।
pt100 না থাকলে মেশিনে বারবার আগুন লাগতো,pt100 না থাকলে টেম্পারেচার কখনো কন্ট্রোল করা সম্ভব হতো না, যার ফলে মেশিনে বড় বড় দুর্ঘটনা হতো। 
আসলে কাজকাম তো হলো টেম্পারেচারের, যদি টেম্পারেচার ঠিক না থাকে,কাজ হবে আরকি দুর্ঘটনায় তো হবেই।তাই pt100 এর গুরুত্ব অনেক অনেক অনেক অনেক। 

গুরুত্বপূর্ণ কিছু কথা। 

এই পোস্টটিতে আমি যত কথাগুলো বলেছি এই সব কথা আমার অভিজ্ঞতা থেকে বলেছি। আমি একজন স্টেন্টার  মেশিনের সিনিয়র অপারেটর। আমার পোষ্টির বিষয়ে আপনাদের যদি কোন মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন 
আল্লাহ হাফেজ  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.